বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা এর লালমোহন উপজেলাধী পশ্চিমচরউমেদ ইউনিয়ন পরিষদ। লালমোহন সদর ভোলা-চরফ্যাশন প্রধান সড়কের ১০ কিঃ মিটার পশ্চিম পার্শ্বে হাজীর হাট বাজারে নিজস্ব ভবনে বদরপুর ইউনিয়ন পরিষদ অবস্থিত।পশ্চিমচরউমেদইউনিয়নের পশ্চিম দিকে তেতুলীয়া নদীপূর্ব দিকে কালমাইউনিয়ন উত্তরে বোরহান উদ্দনও দক্ষিনে ফরাজগঞ্জ ইউনিয়ন অবস্থিত।
ইউনিয়ন পরিষদের নাম : ০৭ নং পশ্চিমচরউমেদ ইউনিয়ন পরিষদ।
মোট আয়তন : ৩২ বর্গ কিঃ মিঃ ।
লোকসংখ্যা : ৫৯৩২জন(প্রায়)(তথ্য আ:শু:২০১১খ্রি:)
গ্রামের সংখ্যা : ৮টি
মৌজা : ১০ টি
সরকারি প্রাথমিক বিদ্যালয় : ১০টি
সাইক্লোন সেল্টার : ০৪ টি
মাধ্যমিক বিদ্যালয় : ০৩ টি
নিন্ম মাধ্যমিক বিদ্যালয় : ০১ টি
দাখিল মাদ্রাসা : ০৪ টি
সিনিয়র মাদ্রাসা : ০১ টি
শিক্ষার হার : ৪৭% (তথ্য শিক্ষা জরিপ-২০০১ খ্রি:)
হাট-বাজারের সংখ্যা : ৫ টি
মসজিদের সংখ্যা : ৭০ টি
মন্দিরের সংখ্যা : ০১ টি
কালভার্টারে সংখ্যা : ৫৫ টি
ব্রীজের সংখ্যা : ০৫ টি
কমিউনিটি ক্লিনিক : ০৪ টি
পেশা : কৃষি,জেলে, দিন মজুর, চাকুরী জীবী ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস